সাতক্ষীরা

ব্রহ্মরাজপুরে এক রাতে ৬ বাড়িতে ৮ মোবাইল চুরি

By Daily Satkhira

July 01, 2017

ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে শুক্রবার দিবাগত গভীর রাতে একযোগে ৬ বাড়ী থেকে ৮টি মোবাইল সেট চুরি হয়েছে। এ নিয়ে এলাকায় চোর আতংক বিরাজ করছে। চুরির ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। জানা যায়, ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের মোঃ আছের আলী ঢালীর পুত্র মোঃ ইমরান হোসেনের ১টি এন্ড্রয়েড স্মার্ট ও ১টি বাটন মোবাইল, একই গ্রামের মৃত ওসমান কাজীর পুত্র মোঃ আব্দুস সামাদের ১টি বাটন মোবাইল, এলাহী বক্স গাজীর পুত্র মোঃ রমজান আলী গাজীর ১টি বাটন মোবাইল, মোঃ আমিনুদ্দীন সরদারের পুত্র মোঃ আলমগীর হোসেনের ১টি এন্ড্রয়েড স্মার্ট ফোন, মোঃ মেহের আলী সরদারের পুত্র মোঃ জিয়ারুল ইসলামের ১টি বাটন মোবাইল ও ১টি এন্ড্রয়েড স্মার্ট ফোন এবং উমরাপড়া গ্রামের মৃত এব্রাহিম মোড়লের পুত্র মোঃ বকুল মোড়লের ১টি এন্ড্রয়েড স্মার্ট ফোন শুক্রবার দিবাগত গভীর রাতে তাদের প্রত্যেকের বাড়ী থেকে চুরি হয়। কারোর বাড়ির বারান্দা, কামরা ও কারোর ঘরের দরজা খুলে চোরেরা এসব মোবাইল ফোন চুরি করে। অন্যদিকে মোবাইল চুরি ছাড়াও আরো ২বাড়ী থেকে নগদ কিছু টাকা চুরি হয়েছে বলে প্রকাশ পেয়েছে। এদিকে বড়খামার গ্রামের ইমরান হোসেনের বাড়ী থেকে মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় তার মা আজিদা খাতুন এলাকার চিহ্নিত চোর ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামের জমাত আলীর পুত্র মোঃ জাহেদ আলী (৩৩) টের পেয়ে ধাওয়া করলে সে বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। পরে তার কাছে মোবাইল চুরির বিষয়ে জানতে চাইলে সে অস্বীকার করে ও উপস্থিত লোকজনকে বের করে দেয়। জাহেদ এলাকার কুখ্যাত চিহ্নিত চোর ও মাদকসেবী। তবে মোবাইল চুরির সাথে আরোও কয়েকজন চোর জড়িত থাকতে পারে বলে জানা গেছে। তবে মাদকাসক্ত যুবকরা এসব চুরির সাথে জড়িত বলে সচেতনমহলের ধারনা। সম্প্রতি এলাকায় মাদকসেবীর সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় চুরি-ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। নেশার টাকা যোগাড় করতে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মত অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। একটি সূত্র জানায়, সম্প্রতি আশাশুনি-চাপড়া সড়কের ঘুড্ডের ডাঙ্গী এলাকা থেকে শুরু করে সাড়াগাছির মোড় পর্যন্ত এর মধ্যে কয়েকটি মোবাইল সেট ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী কয়েকজন জানান। শুক্রবার দিবাগত গভীর রাতে মোবাইল চুরির ঘটনায় খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এ,এস,আই সৈয়দ আলী শেখ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকার চিহ্নিত চোরদের ধরতে অভিযান শুরু করেছে। মোবাইল চুরির ঘটনায় সাতক্ষীরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে এলাকাবাসী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত যুবক ও চোর-ডাকাতদের ধরতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।