ফিচার

শোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধন

By daily satkhira

September 16, 2025

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালীতে ইউনিয়ন নারী পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎রূপান্তরের আয়োজনে ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রধান অতিথি ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার ও প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক উদ্বোধন করেন। পরে জেলা সিটি আইপি সদস্য ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাসুদ করিমের পরিচালনায় সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন, কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মোঃ মতিউর রহমান। সভায় বক্তারা বলেন, মানব পাচারের ফলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন কেউ দেশে ফিরে আসেন, তখন তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নানা সেবা প্রক্রিয়ার সাথে যুক্ত করতে সার্বিক নিশ্চয়তা প্রদান করা প্রয়োজন।

এছাড়া আগামী দুই মাসের করনীয় কার্যক্রম, মানব পাচারের ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে করনীয় এবং জনসচেতনতা মূলক সভা সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবপাচার প্রতিরোধ খাতে বরাদ্ধকৃত বাজেট ব্যাবহার করার জন্য একটি পরিকল্পনা করা হয়। সভায় রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ‍্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। ‎উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম পরিচালনা করছে।