ফিচার

ফিংড়ীর গোবরদাড়ীতে ভ্যান চালক ফজর আলীর বসতঘর সংস্কারে বাধা এবং জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

By daily satkhira

September 28, 2025

সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের অসহায় দরিদ্র ভ্যান চালক ফজর আলীর বসতঘর সংস্কারে বাধা দেওয়া এবং জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: করছার আলী। সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন, ভূমিহীন সমিতির নেত্রী নাদিয়া আক্তার নদী এবং ভুক্তভোগী ভূমিহীন ফজরআলীসহ অন্যরা। বক্তারা বলেন, ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী গ্রামের অসহায় দরিদ ভ্যান চালক ফজর আলী ক্রয় সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। একই এলাকার নিয়ামতুল্লাহের পুত্র ওবায়দুল্লাহ ও ওহিদুর রহমানের পুত্র শাহিনুর এবং নুর ইসলাম আকস্মিকভাবে দখল করার চেষ্টা করে। এমনকি ফজর বসত বাড়ি, ঘরের ছাউনী পরিবর্তনের উদ্দেশ্যে পুরাতন ছাউনী ফেলে দিয়ে নতুন ছাউনী দিতে গেলে উল্লেখিত ব্যক্তিরা বসত বাড়ির ছাউনী নির্মান করিতে না দিয়ে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এছাড়া তাকে এলাকায় বসবাস করতে দিবে না মর্মেও হুমকি প্রদর্শন করে। গত ১২ আগস্ট ২০২৫ তারিখ বাড়ি দখলের চেষ্টায় বাড়িতে প্রবেশ করিলে ফজর আলীর মা ও স্ত্রী বাধা সৃষ্টি করায় তাদের মারপিট করে গুরুতর আহত করে। আহত মাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে। বক্তারা অবিলম্বে ওই অবৈধ দখলদারদের কবল থেকে ভুমিহীন ফজর আলীর সম্পত্তি রক্ষা এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি