ফিচার

আনুলিয়ায় ঘরবাড়ি ভাংচুর – লুটপাট আহত ১: থানায় অভিযোগ

By daily satkhira

September 28, 2025

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ঘরবাড়ি ভাংচুর, মালামাল লুটপাট ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। কাকবাসিয়া গ্রামের আসমাউল গাজীর কন্যা আছমা খাতুন বাদী হয়ে একই গ্রামের হামিদ গাজী, জিন্নাত গাজী, হাফিজুল, মোর্তাজুল, আয়নুল সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে জানান, বাদীর পিতা বিআরএস ২৫-৬২৭ খতিয়ানে ৮২৬ দাগে ১২ শতক জমির মধ্যে ০৪ শতক সম্পত্তিতে কয়েকযুগ বসবাস করে আসছেন। প্রতিপক্ষ জিন্নাত গাজীর বোন ছখিনার মৃত্যুর পর তার এক কন্যা ফরিদা বেগমের কাছ থেকে থার অংশ বাদীর পিতা তার ২ পুত্র রিয়াসাদ ও ইয়াছিনের নামে ১৬৩১ নং রেজিঃ কোবালা মূলে ১৯/৫/২৪ তাং ক্রয় করেন।

এবং সর্ব সাধারণের জ্ঞাতসারে চৌহদ্দি করে দখল বুঝে নেন। সেখানে তক্তা/কাঠের বেড়া দিয়ে, গাছগাছালি লাগিয়ে ৬০ বছরের বসতবাড়ির সাথে ভোগ দখল করছেন। অভিযুক্তরা কিছুদিন যাবৎ পিতার কাছে চাঁদা দাবী করে না দিলে এলাকা ছাড়া করার হুমকী দিচ্ছিল। গত ২৬ সেপ্টেম্বর সকাল ৬ টার দিকে তারা গুন্ডা বাহিনী নিয়ে তার পিতাকে মারধর করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে নেয়। বাড়ির কাঠের প্রাচীর, ঘর, আসবাবপত্র লুটকরে নিয়ে যায়। গাছ কাটা করাত দিয়ে ৬০ বছর বয়সী তেঁতুল গাছ কেটে ভ্যানে করে নিয়ে যায়। গুরুতর আহত আসমাউলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একদল সাংবাদিক শনিবার ঘটনাস্থলে গেলে জিন্নাত গাজী ও হামিদ গাজীর বাড়িতে গিয়ে ঘর ভাঙ্গা কিছু মালপত্র দেখতে পায়। তারা সাংবাদিকদের জানান, জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের নিষেধ অমান্য করে একটি ঘর নির্মান করা হয়। বারবার বলার পর ভেঙ্গে না নেওয়ায় আমরা ভেঙ্গে দিয়েছি এবং মালপত্র আমার বাড়িতে এনেছি। না আনলে ঝামেলা আরও বেশী হয়।