ফিচার

সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র জলিল আর নেই

By daily satkhira

September 29, 2025

সাতক্ষীরা পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক আহবায়ক এমএ জলিল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সোমবার সকালে সাড়ে ৭ টার দিকে ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সোমবার দুপুর ২.১৫ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।#