ফিচার

শ্যামনগরে বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন মেওয়ার প্রার্থী মোস্তফা আবু বকর

By daily satkhira

September 30, 2025

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর নব গঠিত পৌরসভার বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন পৌরসভার মেওয়ার প্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর।

মহা অষ্টমীতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পযন্ত গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠ পুজা মন্ডল পরিদর্শন দিয়ে শুরু করে। তিনি পৌরসভার গোপালপুর, কাঁচড়াহাটি, হাটছালা, চন্ডিপুর, সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক বেক্তিদের নিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান, মাষ্টার হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য শোকর আলী ও পৌর জামাতের বিভিন্ন দ্বায়িত্ব শিল সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনকালে মেওয়ার প্রার্থী আলহাজ্ব মোস্তফা আবু বকর বলেন, আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করব ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি শ্যামনগরের গর্ব। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’।