ফিচার

সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

By daily satkhira

October 06, 2025

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের অপসারণের দাবীতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচী পালিত হয়েছে। আজ সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে সাতক্ষীরা জেলাবাসীর ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমীহীন সমিতির সভাপতি কওসার আলী।

জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সপাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গণ আন্দোলন জোটের আহবায়ক অধ্যাপক ইদ্রুিস আলী, সাতক্ষীরা জেলা ভূমীহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের একাংশের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পদাক ফারুক হোসেন, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন, জেলা তরুণ দলের সাবেক সভপতি আব্দুর রউফ রাজা, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক এসএম রবিউল ইসলাম প্রমূখ।

এ সময় সাতক্ষীরা সিভিল সার্জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তারা বলেন, সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের বিরুদ্ধে দূর্ণীতি, হাসপাতালের নার্সদের সাথে খারাপ আচরণ, নিয়মিত অফিস না করা, নিজের কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি কোন রকম নিয়মনীতিকে তোয়াক্কা না করে সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন। অনতিবিলম্বে এই সিভিল সার্জনের অপসারণ করতে হবে। নাহলে আরো কঠের আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন বক্তারা।