তালা প্রতিনিধি : তালা মহিলা কলেজ’র ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবরার বেলা ১১টায় মহিলা কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফরিদ হোসেন। প্রভাষক আসাদুজ্জামান’র পরিচালনায় বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) নির্বাহী পরিচালন শেখ ইমান আলী, জাসদ’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, তালা মহিলা কলেজ’র উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, সমাজসেবক মোয়াজ্জেম হোসেন রঞ্জু, কলেজ শিক্ষার্থী মাহাবুবা ফেরদাউস দোলা,ধৃতি প্রমুখ। আলোচনার পূর্বে আমন্ত্রিত অতিথি ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় তালা মহিলা কলেজ’র সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।