তালা

তালায় বাড়িতে হামলা : মোটরসাইকেল ও মালামাল পুড়িয়ে দেয়ার অভিযোগ

By daily satkhira

October 13, 2025

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাপুর গ্রামে গত ১২ অক্টোবর (রবিবার) রাত আনুমানিক ৩টার দিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাফিজুল ইসলাম গাজী তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ শাহাপুর গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে হাফিজুল ইসলামের সঙ্গে একই গ্রামের আজহারুল ইসলাম (২৮), মনিরুল ইসলাম (২৫), রাজ্জাক গাজী (২৫) ও সাজ্জাত গাজী (৩৯) গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

গত ১১ অক্টোবর বিকেলে বিবাদীরা হাফিজুলের বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয় তার সম্পত্তি দখল ও ক্ষতি করবে বলে। এর পরদিন রাত ৩টার দিকে তারা পূর্বপরিকল্পিতভাবে হাফিজুলের বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা হাফিজুল ইসলামকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ঘরের ভিতরে থাকা এ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যার ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা। এছাড়া ঘরের সাববাক্স থেকে ২ লাখ টাকা নগদ অর্থ চুরি করে নিয়ে যায়, ঘরের আসবাবপত্র ও গোয়ালঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মোট প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।

এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।