ফিচার

সাতক্ষীরায় র‌্যাবের হাতের সাত মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

By daily satkhira

October 14, 2025

ডেস্ক রিপোর্ট : র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার (১৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর থানাধীন খুলনার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাত মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি মো. ফিরোজ হোসাইন সাতক্ষীরার গাংনিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা এবং ১টি চুরি মামলায় ওয়ারেন্ট ছিল। উল্লেখযোগ্য, একটি মাদক মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছিল।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব নিয়মিত এসব মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেপ্তার করছে। তারা অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জনে সক্ষম হচ্ছে।

গ্রেপ্তারকৃত মো. ফিরোজ হোসাইনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।