নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি: খুলনা-৭৬৪) প্রধান উপদেষ্টা শেখ শফিউল্লাহ মনিরকে হয়রানিমূলকভাবে থানায় আটকে রাখার অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ শ্রমিকরা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় সাতক্ষীরা শহরের কাটিয়া নারকেলতলা মোড় ইউনিয়ন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজনু সরদার।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি মো. আমিনুর রহমান। কর্মসূচি সঞ্চালনা করেন অফিস সহকারী মো. আশরাফ আলী।
বক্তারা অভিযোগ করেন, শেখ শফিউল্লাহ মনির একজন নিষ্ঠাবান শ্রমিক নেতা। তাকে মিথ্যা ও হয়রানিমূলকভাবে থানায় আটকিয়ে রাখা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ আলী সানা এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
মানববন্ধনে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।