কালিগঞ্জ

কালিগঞ্জে ওজনে কম দিতে গিয়ে অবরুদ্ধ ইউপি চেয়ারম্যান, এসিল্যান্ড’র উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে

By Daily Satkhira

July 01, 2017

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ৯ নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের ট্যাগ অফিসার ছাড়াই গম বিতারণকালে গম কম দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন এলাকার জনসাধারণের জনরোষে অবরুদ্ধ হয়ে পড়েন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান বিষয়টি জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমদ মাছুমকে ঘটনাস্থলে পাঠান। তিনি ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক বস্তা গম উদ্ধার করেন এবং উত্তেজিত জনগনকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আননে। আজ শনিবার সকাল ৯টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিডি গম ঈদের আগে দিতে না পারায় শনিবার মথুরেশপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারী ৬১৩৪ জন দুঃস্থ ব্যক্তির মাঝে গম বিতরন শুরু করেন ইউপি চেয়ারম্যান মিজান। মথুরেশপুর ইউনিয়নরে ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার রাশিউল ইসলামের অনুপস্থিতিতে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন সংশ্লিষ্ট ইউপি মেম্বর মরিরুজ্জামান মনো, মিজানুর রহমানসহ অন্যান্য মেম্বরদের উপস্থিতিতে ভিজিডি কার্ডধারী প্রত্যককে ১৩ কেজি গমের পরিবর্তে ৭/৮ কেজি করে গম দেওয়ার অভিযোগে স্থানীয় জনসাধারণ ও কার্ডধারী ব্যক্তিরা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে। ঘটনার দুই ঘণ্টা পর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুর আহমদ মাছুম ইউনিয়ন পরিষদের সামনে থেকে ১ বস্তা গম উদ্ধার করে ইউপি সচিব জয়দেব দত্তের নিকট জমা রাখেন। এবং গম কম না দিয়ে ১৩ কেজি করে গম দেওয়ার নির্দেশ দিলে পুনরায় গম বিতরণ শুরু হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহমদ মাছুম ডেইলি সাতক্ষীরাকে বলেন, “আজ সকালে ইউএনও স্যারের নির্দেশ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয়রা এক বস্তা গম কেউ নিয়ে যাচ্ছিল বলে আটকে দিয়েছিলেন। বস্তাটি আমি জব্দ করে ইউপি সচিবের জিম্মায় দিয়ে আসি। পরবর্তীতে ইউএনও স্যারের নির্দেশে ওই এক বস্তা গমের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। অন্যদিকে সেখানে উপস্থিত যারা গম কম পেয়েছিল তাদেরকে পাওনা গম যথাযথভাবে ওজন করে বুঝিয়ে দেয়ার নির্দেশ দিই এবং পরবর্তীতে কাউকে যেন ওজনে কম দেয়া না হয় সেটি নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিই। ইতিমধ্যে যারা গম নিয়ে বাড়িতে চলে গিয়েছিল তাদের ক্ষেত্রে এটি আর সম্ভ হয়নি।” এদিকে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গোডাউন থেকে বস্তায় গম কম আসায় বাধ্য হয়ে গম কম দিতে হচ্ছে। অন্যদিকে বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা বলেন, ইউপি চেয়ারম্যানদের কাছে হিসাব মত গম বুঝিয়ে দেওয়া হয়েছে।