ফিচার

সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিল

By daily satkhira

October 19, 2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম সালাউদ্দিন শাকিল (এমএ, এলএল,বি,এলএল.এম)। গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার ঢাকার পল্টনের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে ১০০ আসনে মানোনীত প্রার্থীগনের মতবিনিময় সভায় সাতক্ষীরা-২ আসন থেকে তাকে মনোনীত করা হয়।

জি এম সালাউদ্দিন শাকিল আমার বাংলাদেশ পার্টির (এবিপার্টি) জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ব্যবসায়ী পেশার সাথে জড়িত রয়েছে। পাশাপাশি তিনি সমাজের নির্যাতিন নিস্পেষিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

এবিষয়ে জি এম সালাউদ্দিন শাকিল বলেন, দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি নির্বাচিত হতে পারলে সাতক্ষীরা-২ আসনের সর্বস্থরের মানুষের উন্নয়নে কাজ করবো। আসনটিকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি।

বিশেষ করে শিক্ষিত বেকার-যুবতীদের কর্মসংস্থানে কাজ করবো। সে কারণে আগামী নির্বাচনে আমার বাংলাদেশ পার্টি(এবি) পার্টির দলীয় প্রতিক ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি