ফিচার

সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

By daily satkhira

October 25, 2025

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে ‘নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স (৬ষ্ঠ ব্যাচ)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। তিনি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন এবং উপস্থিত প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নির্বাচন জাতির গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান অনুষঙ্গ। এ প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে প্রতিটি পুলিশ সদস্যকে ধৈর্যশীল, দৃঢ়, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকভাবে দৃঢ় থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগাতে পারলে ভোটের পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ মোকবুল হোসেন। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার।

এসময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষকবৃন্দ, প্রশিক্ষণার্থী পুলিশ সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কমান্ড্যান্ট মোঃ মোকবুল হোসেন বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, বরং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা। নির্বাচনী দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ই হতে পারে সফলতার মূল চাবিকাঠি।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় আইন প্রয়োগের সঠিক পদ্ধতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলা, মানবিক আচরণ, যোগাযোগ দক্ষতা এবং গণমাধ্যম ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সের এ উদ্যোগকে অংশগ্রহণকারী সদস্যরা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক সদস্য নির্বাচনী দায়িত্ব পালনে আরও দক্ষ, পেশাদার ও দায়িত্বশীল হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।