আশাশুনি

আশাশুনিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By daily satkhira

October 27, 2025

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলা যুব দল এ কর্মসূচি পালন করে।

শুরুতে জনতা ব্যাংক চত্বর খেকে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জনতা ব্যাংক মোড়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব দলের সিনিঃ সহ সভাপতি হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সরদার রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছট্টু, আঃ রহিম ছোট, শফিউল আলম সুজন, ইয়াছিনুর রহমান, সেকেন্দার আলী বাদশা, স ম আক্তারুজ্জামান, শ্রমিক দলের সভাপতি নূর ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক হোসেনুজ্জামান হোসেন, কৃষকদলের আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব আঃ কাদের, ছাত্র দলের সিনিঃ যুগ্ম আহবায়ক স ম আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, বিভিন্ন ইউনিয়ন যুব দলের আহবায়ক ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান, শরিফুজ্জামান শরিফ, এ এম হাসান মোল্যা, সুজন, মাছুম, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান বাবু, রাব্বি, হাফিজুল ইসলাম, মন্টু, কেরামত আলী, শফিকুর রহমান, শহিদুল ইসলাম, হাবিব, রাজু, মোক্তাজুল, শিমুল, করিম সানা, সবুজ আহমেদ, ফারুক হোসেন প্রমুখ।