ফিচার

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা

By daily satkhira

October 29, 2025

নিজস্ব প্রতিনিধি : বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনানভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদুর রহমান মৃধা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার। বিশেষ অতিথি হিসেব বক্তব্য দেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যণার্জী, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, এ্যাকশান এইড বাংলাদেশের জ্যেষ্ঠ কোঅর্ডিনেটর এসএস নূরুন্নাহার বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ২০০১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জেলায় ১৬৪ জন এসিডে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নারী ১১৭ জন ও পুরুষ ৪৭জন। সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক এসিড সন্ত্রাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসিড সন্ত্রাস তাদের জীবনের গতি থামাতে পারেনি। নির্যাতনকে রুখে দিয়ে তারা আজ একত্রিত। তবে উপজেলা ও জেলা পর্যায়ে এসিডদগ্ধ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই। ক্ষেত্র বিশেশে অবহেলা ও ডাক্তারি সনদ পেতে হয়রানি হতে হয়। এসিড আক্রান্তরা অসুস্থ থাকায় নিজে বাদি হতে না পারায় অন্য কেউ বাদি হয়। পরবর্তীতে বাদি ও সাক্ষীরা আসামীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলায় অনেকেই ন্যয় বিচার থেকে বঞ্চিত হন। মামলার দীর্ঘসূত্রিতা ও আইনগত সহায়তার অপ্রতুলতার কারণে এসিড সারভাইভাররা বিচার বিড়ম্বনার শিকার হন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসরকারি সংস্থা স্বদেশ এর পরিচালক মাধব চন্দ্র দত্ত।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ২৯.১০.২৫ ছবি আছে।