ফিচার

মুক্ত সাংবাদিকতা সমাজ পরিবর্তনের হাতিয়ার : হৃদয়বার্তা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

By daily satkhira

October 30, 2025

নিজস্ব প্রতিনিধি “মুক্ত মনের মুখপত্র” স্লোগান নিয়ে প্রকাশিত সাতক্ষীরার স্থানীয় দৈনিক হৃদয় বার্তা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। সঞ্চালনা করেন সাংবাদিক এসএম বিপ্লব হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলী মুক্তাদা হৃদয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশোক ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, বৈশাখী টিভির শামীম পারভেজ, এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি.এম মোশাররফ হোসেন। তিনি বলেন, “হৃদয় বার্তা পাঠকের আস্থা অর্জনে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সৎ, নির্ভীক ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”

এছাড়া উপস্থিত ছিলেন, এসএ টিভির শাহীন গোলদার, খবর সংযোগের শেখ ফরিদ আহমদে ময়না, যমুনা টিভির আকরামুল ইসলাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মানবকন্ঠের মেহেদী আলী সুজয়, কালবেলার গাজী ফরহাদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, সুপ্রভাত সাতক্ষীরার মাজহারুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান, এনপিবির হোসেন আলী, ঢাকাপোস্টের ইব্রাহিম খলিল, রানারের শহীদুজ্জামান শিমুল, দ্যা এডিটরস-এর রেজাউল করিম, মুক্ত খবর-এর মনিরুজ্জামান, ভোরের কাগজ-এর মহিদার রহমান, সম তুহিন, আবু রায়হান, মাসুদ রানা মনা, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, মোঃ রাজু সিদ্দিকী, আসাদুজ্জামান খোকন, মাওঃ রুস্তম আলী তাওহিদী, মোঃ হারুনর রশিদ, আলমগীর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আরিফুল ইসলাম আজাদী। পরে হৃদয় বার্তা-এর তৃতীয় বর্ষপূর্তিতে প্রকাশিত বিশেষ সংখ্যায় লেখা দিয়ে অবদান রাখায় আহসানুর রহমান রাজীব, এস.এম বিপ্লব হোসেন, হোসেন আলী, নাজমুল হক, মোঃ রাজু সিদ্দিকী, ছড়াকার নাজমুল হাসান, রাহাত রাজা, মনিরুল ইসলাম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সময়ে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজের দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। হৃদয় বার্তা শুরু থেকেই সত্য প্রকাশের সাহস দেখিয়েছে এই ধারা অব্যাহত থাকুক, সাংবাদিকরা হোক জনগণের কণ্ঠস্বর।”

শেষে সকল অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা, পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণায় পরিপূর্ণ এ অনুষ্ঠানটি পরিণত হয় সাতক্ষীরার সাংবাদিক সমাজের মিলনমেলায়।