সাতক্ষীরা

অপহৃত ৮ জেলেকে উদ্ধারে র‌্যাবের অভিযান : ২দিনেও খোঁজ মেলেনি অপহৃতদের

By daily satkhira

September 22, 2016

নিজস্ব প্রতিবেদক:সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ^র এলাকা থেকে অপহৃত ৮ জেলেকে উদ্ধারে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, গত ২দিনে এখনও পর্যন্ত তাদের কোন খোঁজ মেলেনি বলে জানান ফিরে আসা জেলেরা। র‌্যাব ও পুলিশ জানায়, অপহৃতদের উদ্ধারে সুন্দরবনে অভিযান চলছে।এ ব্যাপারে, র‌্যাব-৮ উপ-অধিনায়ক মেজর আদনান জানান, অপহৃত জেলেদের উদ্ধারে ইতিমধ্যে সুন্দরবনে র‌্যাবের অভিযান চলছে। অভিযান শেষে আপনাদেরকে জানানো হবে। এদিকে, শ্যামনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মহাসীন আলী জানান, অপহরণের ঘটনাটি পত্রিকার মাধ্যমে জানতে পেরে অপহৃতদের উদ্ধারের কাজ শুরু করা হয়েছে। সুন্দরবনের ভিতর নৌ-পুলিশের একটি দল কাজ করছে।  সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের এসিএফ শোয়েব খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, এখনও পর্যন্ত তাদের উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত ঃ মুক্তিপনের দাবিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে গত মঙ্গলবার বিকেলে মাছ ধরার সময ২৫ টি নৌকা থেকে ৮ জেলেকে অপহরন করে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। ফিরে আসা জেলে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মোজাম গাজীর ছেলে ইকবাল হোসেন ও লিয়াকত মোল্যার ছেলে ইউছুফ মোল্যা জানান, অপহৃত জেলেদের কাছ থেকে জন প্রতি ৩০ হাজার টাকা মুক্তি পনের দাবিতে অপহরন করে জলদস্যু নোয়া মিয়া বাহিনী। অপহৃত জেলেরা হলেন, চাদনী মুখা গ্রামের শাহাদাৎ, শামসুর রহমান, রাজুসহ মোট ৮ জন।