নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে অ্যাগ্রোইকোলজি ফান্ডের সহায়তায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এক কর্মশালায় এই কমিটি গঠন করা হয়।
কর্মশালার প্রথম পর্বে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে আলোচনা করেন প্রাণ সায়ের খাল রক্ষা আন্দোলনের আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন, আদি যুমনা বাঁচাও আন্দোলনের আহবায়ক অধ্যক্ষ আশেক ই এলাহী, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, সনাক-সাতক্ষীরার সভাপতি তৈয়ব হাসান বাবু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, পরিবেশ ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, যুব প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, হৃদয় মন্ডল প্রমুখ।
বক্তারা প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি) চর্চা, খাদ্য সার্বভৌমত্ব অর্জন ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
পরে সর্বসম্মতিক্রমে গ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটিতে আবু আফফান রোজ বাবু সভাপতি, শেখ সিদ্দিকুর রহমান, ফরিদা আক্তার বিউটি, ফেরদৌসি খান ময়না সহসভাপতি, রামকৃষ্ণ জোয়ারদার সাধারণ সম্পাদক, জ্যোৎস্না দও, এস. এস. বিপ্লব হোসেন, এম. বেলাল হোসাইন ও মাহফুজা লিপি যুগ্ম সম্পাদক, আব্দুস সামাদ কোষাধ্যক্ষ এবং সাকিবুর রহমান বাবলা, হাবিবুর রহমান সোহাগ, রাহাত রাজা, মোঃ হোসেন আলী, হৃদয় মন্ডল, করিমুন্নেছা শান্তা, মাবিয়া জান্নাত, আব্দুল মান্নান, সুদীপ্ত দেবনাথ, কৃষ্ণানন্দ মুখার্জী (শ্যামনগর) ও আব্দুর রহমান নীরব কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, আজাদ হোসেন বেলাল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ আশেক ই এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাস, কল্যাণ ব্যানার্জি, তৈয়ব হাসান বাবু ও মাধব চন্দ্র দত্ত। #