প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ নিয়ে স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। ১৭ নভেম্বর জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রেরিত এক বিবৃতিতে জানান, একটি চক্র সাতক্ষীরা মেডিকেল হাসপাতালকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
সম্প্রতি মেডিকেলে সরকারি ও মাস্টাররোলে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নিয়োগের প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এরই মধ্যে ওই চক্রটি হাসপাতালের হিসাব রক্ষক মোস্তাজুলকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে যাচ্ছে। অথচ সাতক্ষীরা মেডিকেলের হিসাব রক্ষক মোস্তাজুলের দক্ষতার কারনেই প্রতিষ্ঠানটি বর্তমানে গরিব অসহায় নিরিহ মানুষের আশ্রয় স্থল হিসেবে পরিচিতি পেয়েছে। গরিব অসহায় ভূমিহীন মানুষগুলো নিয়মিত ঔষধ পায়, সেবা পায়, চিকিৎসা সেবাও পায়। এছাড়া মেডিকেলটিকে স্বাস্থ্য সেবার অন্যান্য উচ্চতায় পৌছানোর জন্য তিনি পরিশ্রম করে যাচ্ছেন।
কিন্তু একটি চাঁদাবাজ চক্র তিনিসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা না পেয়ে মনগড়া তথ্য উপস্থান করে সংবাদ পরিবেশ করিয়েছে। আমরা উক্ত সংবাদটির তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে সাতক্ষীরার ২২লক্ষ মানুষের চিকিৎসা সেবার নিশ্চয়তার জন্য মেডিকেলটিকে রক্ষায় ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আর যদি মেডিকেল নিয়ে কেউ কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে, তাহলে ভূমিহীন সমিতি সাতক্ষীরাবাসীকে সাথে নিয়ে ওই চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে এবং তাদের প্রতিহত করবে। ##