খেলা

কোহলি-যুবরাজ ম্যাচ পাতিয়েছে, বললেন ভারতীয় মন্ত্রী

By Daily Satkhira

July 01, 2017

বিরাট কোহলি এবং যুবরাজ সিং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে ইচ্ছে করে হেরেছেন বলে দাবি করছেন দেশটির সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়নের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে।

‘বিরাট কোহলি যে নিয়মিত সেঞ্চুরি করে, আবার যুবরাজ যে অতীতে প্রচুর রান করেছে- এরা ইচ্ছা করেই পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে।’ বলছেন ওই মন্ত্রী।

মন্ত্রীর দাবি ওই ম্যাচটি তদন্ত করা উচিত, ‘অনিল কুম্বলে কোচ ছিল। তিনি সরে গেলেন। কোহলির কী হয়েছিল? আমার সন্দেহ ম্যাচটি পাতানো ছিল। খেলোয়াড়রা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। ম্যাচটি তদন্ত করে দেখা হোক।’

চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানে হেরে যায় ভারত। আমিরদের সামনে ভারত সেদিন দাঁড়াতেই পারেনি।

রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা রামদাস আরও একটি দাবির কথা বলছেন, ‘দলিত সম্প্রদায় থেকে জাতীয় দলে ক্রিকেটার নেয়া হোক। দলিতদের জন্য ২৫ শতাংশ কোটা থাকা উচিত। এটা আমার এবং আমার দলের পক্ষ থেকে চাওয়া।’