ফিচার

৯৪ হাজার মুক্তিযোদ্ধাকে আমরা আড়াই লক্ষ করেছি বলেই মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পান না 

By daily satkhira

November 20, 2025

নিজস্ব প্রতিনিধি : ৯৪ হাজার মুক্তিযোদ্ধাকে আমরা আড়াই লক্ষ করেছি বলেই মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পান না। আড়াই লক্ষ মুক্তিযোদ্ধা যুদ্ধ করলে দেশ স্বাধীন হতে ৯ মাস সময় লাগতো না। ভুয়া মুক্তিযোদ্ধা না থাকলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সোনার খাট উপহার দেওয়া যেতো। সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে কাজ করছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর, কালীগঞ্জ ও দেবহাটা মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের মিলনমেলায় বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত মিলনমেলায় ৯নং সেক্টরের সহ-অধিনায়ক এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. মো. শাহ জাহান, ৯নং সেক্টরের কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মো. আহসান উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল এম এস এ কে আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মো. রাজীব ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ও সাংবাদিক এসএম শহীদুল ইসলাম। মিলনমেলায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সূর্য সন্তানদের নিয়ে দলীয়করণ করার কারণে এবং ভুয়া মুক্তিযোদ্ধা তালিকার কারণে সারাদেশে ৫৪টি মুক্তিযোদ্ধা সংসদ আক্রান্ত হয়েছে। সরকার বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ও মর্যাদা সমুন্নত করতে উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে অতিথিগণ একাত্তরের অগ্নিঝরা দিনগুলো স্মৃতিচারণ করেন। শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।