ফিচার

দেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়

By daily satkhira

November 24, 2025

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার সোমবার ২৪ নভেম্বর সকাল ১১টায় দেবহাটা উপজেলায় আসেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এসময় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম,

দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, দেবহাটা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ। জেলা প্রশাসক এসময় বিভিন্ন সমস্যার বিষয়ে শোনেন এবং দ্রুত ঐক্যবদ্ধভাবে সকল সমস্যা দূরীকরনে পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান। জেলা প্রশাসক আগামীর বাংলাদেশ বির্নিমানে সকলকে একসাথে কাজ করার আহবান জানানোর পাশাপাশি সকল দপ্তরের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহবান জানান। এছাড়া সীমান্তের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।