কালিগঞ্জ

কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যু

By daily satkhira

November 25, 2025

নিজস্ব প্রতিনিধি ; সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এঘটনা ঘটে। ।

রিয়া দাশ নামাজগড় গ্রামের প্রয়াত উত্তম দাশের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা উভয়ই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত রিয়া দাশের কাকা সুদর্শন দাশ জানান,‘‘ রিয়ার মা ভারতী দাশ দুপুরে রিয়া ও সুস্মিতাকে নিয়ে প্রতিবেশী আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসলের উদ্দেশ্যে বের হয়। তিনি শিশু দু’টিকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান। অল্পকিছুক্ষণ পর সেখানে ফিরে এসে তিনি রিয়া ও সুস্মিতাকে দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃুত্য হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি তাদের মরদেহ সমাধি দেয়ার অনুমতি প্রদান করা হয়েছে।