নিজস্ব প্রতিনিধি: দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।
প্রধান অতিথি ছিলেন, বিশিস্ট সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামানসহ অন্যরা।
সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাংবাদিক এস এম বিপ্লব হোসেন, পত্রিকাটির স্টাফ রিপোর্টার কামরুজ্জামান, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, হাসেম আলী, মশিউর রহমান ফিরোজ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে অপসাংবাদিকতার ছড়াছড়ি। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে সমাজের বাস্তব চিত্র তুলে আনবে।
দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকা প্রকৃত সত্য তুলে ধরে পাঠকের হৃদয়ে স্থান করে নিবে , প্রতিটি কর্মী যেন নির্যাতিন নিস্পেষিত মানুষের কণ্ঠ স্বর হিসেবে কাজ এই প্রত্যাশা রইল। পাশাপাশি পত্রিকাটির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন ।