ফিচার

সাতক্ষীরায় শীর্ষ সন্ত্রাসী মাদক চোরাচালানের হোতাসহ তিনজন গ্রেফতার

By daily satkhira

November 28, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাদক চোরাচালানের হোতা আরজ খানসহ তিনজন গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের শেখ সামছুর রহমানের পুত্র আরজ খান, একই এলাকার মৃত মতিয়ার গাজীর পুত্র সোহরাব গাজী এবং একই এলাকার ফজলুর হক গাজীর পুত্র ফরহাদ হোসেন।

এসময় ১৩৫ পিচ ইয়াবা, দুটি মোটর সাইকেল ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় সেনা ক্যাম্পের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় উল্লেখিত আরজ খান ও তার সহযোগীরা সুন্দরবনে জলদস্যুতা, মাদক চোরাচালানসহ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্য এবং বিজিবি সদস্যদের যৌথ অভিযানে শুক্রবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  হুমায়ুন কবির মোল্লা জানান, এঘটনায় শ্যামনগর থানার এস আই গিয়াস উদ্দীন হয়ে একটি মামলা দায়ের করেছেন।