ফিচার

সাতক্ষীরায় প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ার অভিযোগ: গুলি করে হত্যা চেষ্টা

By daily satkhira

December 01, 2025

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে প্রেমিকার বাড়ি চিনিয়ে দেওয়ার অভিযোগে এক গৃহবধূ কে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গৃহবধূ হালিমা খাতুন (৩৫) সোতা গ্রামের মোসলেম আলী চৌকিদারের স্ত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন।

গুলিবিদ্ধ হালিমা খাতুনের পুত্র সাইফুল্লাহ মনির বলেন তার মা বাড়ির পাশে মারামারির শব্দে বাইরে যান। সেখানে অস্ত্র দেখে দ্রুত স্থান ত্যাগ করার জন্য চেষ্টা করে। তৎক্ষনাৎ মাথায় গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য জেলাসদরে রেফার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, কৃষ্ণনগরসহ দক্ষিণাঞ্চলে ত্রাস সৃষ্টি করা জব্বার দরফদারের ছেলে কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী দীর্ঘদিন ধরে সোতা গ্রামের স্বামী পরিত্যক্তা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক বজায় রেখে আসছিলেন। সোমবার দুপুরে ইয়ার আলীর স্ত্রী ও পুত্র হ্নদয় তাকে খুঁজতে প্রেমিকার বাড়িতে গেলে সেখানে ইয়ার আলীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। তিনি আরও জানান এ সময় হালিমা খাতুন ওই বাড়ির অবস্থান দেখিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ইয়ার আলী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ইয়ার আলীর ছেলে হ্নদয়ও আহত বলে জানা গেছে।

প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি ইয়ার আলীর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না।

কালিগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: কামরুল হাসান বিকালে ওই নারী গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছিল। অবস্থা আশংকা জনক হওয়ায় সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসলাম খান বলেন, মোসলেম চৌকিদারের স্ত্রী গালে আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাস্থল থেকে কোনো গুলির খোসা বা আলামত পাওয়া যায়নি। সুতরাং গুলি কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।