ফিচার

 উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ

By daily satkhira

December 03, 2025

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার সাতক্ষীরার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুল হামিদ।

পরিবেশকর্মী ও শিক্ষক অধ্যক্ষ আশেক এলাহীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন লিডার্সের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। কী-নোট উপস্থাপন করেন লির্ডাসের ন্যাশনাল অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর শাকিল আহমেদ, ।

জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও নাগরিক কমিটি সাতক্ষীরার আয়োজনে এবং লিডার্স লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি এর সহযোগিতায় সংলাপে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপকূলের মানুষের দীর্ঘদিনের জলবায়ু সংকটকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহারে বাস্তবসম্মত ও জরুরি সমাধানের অঙ্গীকার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংলাপে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু , জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জাসদের সভাপতি ইদ্রিস আলি, বাসদের সংগঠক আবু তালেব ,জেলা সিপিবির সভাপতি কমরেড আবুল হোসেন, জেলা গণফোরামের সভাপতি আলি নুর খান বাবুল, গণসংহতি আন্দোলনের সংগঠক জি এম , আলফাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরার সহ-সভাপতি কাজী মো: ওয়েস কুরানী, জলবায়ু অধিপরার্শ ফোরামের অর্থ সচিব জেলা, ফরিদা আক্তার বিউটি, আমিনা বিলকিস ময়না। এ ছাড়াও সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিক ব্যক্তিবর্গের মধ্য থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সিনিয়র সাংবাদিক প্রথম আলো পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সময় টেলিভিশনের মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান সহ অন্যরা।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল—উপকূলীয় অঞ্চলের জলবায়ুজনিত সংকট, বাস্তুচ্যুতি, লবণাক্ততা, পানি সংকট, জীবিকা হুমকি এবং অবকাঠামোগত দুর্বলতা বিষয়ে আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট ও কার্যকর প্রতিশ্রুতি নিশ্চিত করা।