নিজস্ব প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বলেছেন, গত ৫৪ বছর ধরে আপনারা বারবার ভুল করে স্বাধীনতা-বিরোধী শক্তিকে ভোট দিয়েছেন। যারা স্বাধীনতার সময় আপনাদের ঘরবাড়ি লুটপাট করেছে, শরণার্থী হতে বাধ্য করেছে—তারা কোন মুখে এখন আপনাদের কাছে ভোট চাইতে আসে?।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঘুঘুমারী দূর্গা মন্দিরে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন বলেন, কিছুক্ষণ আগে শুনলাম, আপনাদের এক সন্তানকে ইসলামী ব্যাংক থেকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেশের ইসলামী ব্যাংক, ইবনে সিনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লাখো মানুষ কাজ করে। জিজ্ঞেস করে দেখুন, আপনাদের ধর্ম-বর্ণের কতজনকে তারা চাকরি দিয়েছে? যারা শিবির করে, জামায়াতে ইসলামী করে, তাদের বাইরে কেউ সেখানে সুযোগ পায় না।
আলাউদ্দিন অভিযোগ করে বলেন, তারা সার্বজনীন হতে শেখেনি। তারা শুধু নিজেদের মানুষকেই গুরুত্ব দেয়। তাহলে কোন আশায়, কোন ভরসায় আপনারা আবারও তাদের ভোট দেবেন? এসব বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিন।
খাজরা ইউনিয়নের ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুভাষ কুমার মন্ডলের সভাপতিত্বে এবং খাজরা ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতীষ রায় প্রমুখ।
ধানের শীষের উঠান বৈঠকে হাজারো সনাতনী ধর্মাবলম্বী সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য নিজেই বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।