তালা

পাটকেলঘাটায় স্কুল ছাত্রের আত্মহত্যা

By Daily Satkhira

July 01, 2017

নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটা এক তরুন মন্ডল নামের এক স্কুল ছাত্র কিটনাশক পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ৯টার দিকে। সূত্রে জানা যায়, পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের আনন্দ মন্ডলের পুত্র স্কুল পড়–য়া ছাত্র তরুন মন্ডল (১৫) স্কুলের যাওয়া নিয়ে কেন্দ্রে করে পিতামাতার উপর অভিমান করে ঘরে থাকা বগ (পাখি) মারা কিটনাশক পান করে। এসময় পরিবারের সদস্যরা তরুণ কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরবর্তিতে বেলা ১২টার দিকে অবস্থার অবনতি হয়ে সে মৃত্যূর কোলে ঢলে পড়ে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।