ফিচার

সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া

By daily satkhira

December 04, 2025

প্রেস বিজ্ঞপ্তি :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্ত এবং সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ছাত্রদল সাতক্ষীরা পৌরসভা চার নম্বর ওয়ার্ড সভাপতি বাদশা ফাহাদ এবং সিনিয়র সহ-সভাপতি শাহিনুর করিম বকুল এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য , সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হোসেল রানা, পৌর ছাত্রদলের আহবায়ক আইয়ুব আলী,

জেলা ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মানিক, পৌর শাখার যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মনি, সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন গফুর, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শিহাবুজ্জামান শিহাব, সিটি কলেজ ছাত্রলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম, বেসরকারি বিদ্যালয় ছাত্রদলের সদস্য সাকিব তালাত চিশতী, পৌর ছাত্রদলের সদস্য লাবিব বিন ইলিয়া,

সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, পৌর ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত, শেখ ফারদিন মাহমুদ জ্বীম, সামিউজ্জামান শ্রাবন, হাফিজুর রহমান হাফিজ ফাহিম, রিয়াদ, শাহির, সালমান, তাইফ, প্রান্ত সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মী বৃন্দ।