ফিচার

সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

By daily satkhira

December 04, 2025

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা প্রধান কার্যালয়ের আয়োজনে ফিংড়ী দরবার শরীফ আঙিনায় এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন ফিংড়ি ইউনিয়ন জামায়াতে নায়েবে আমীর হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ফিংড়ি ইউনিয়নের প্যানেল মেম্বর মাহফুজুর রহমান ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। আরো উপস্থিত ছিলেন, মোঃ তরিকুল ইসলাম অন্তর-প্রোগ্রাম অফিসার হেড, সেলিমূল রহমান অগ্রগতি সংস্থা, প্রোগ্রাম অফিসার, ইয়ুথদের মধ্যে মোঃ হাফিজ হোসেন, রিপন হোসেন, ও মাইকে মোমেন, প্রভাতী প্রমুখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরজিত সরকার। এ সময় বক্তারা শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থাকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা এবং প্রতিবন্ধীদের উন্নতির জন্য প্রতিশ্রুতি দেন। এতে সাড়ে ৩শতাধিক প্রতিবন্ধী অংশ গ্রহণ করেন।