প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার আলো’। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশুদের কষ্ট লাঘব করতে সংগঠনের তরুণ সদস্যরা এ মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, “শীতকালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে ছোট শিশুরা। মানবতার আলোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের মানুষের সহযোগিতা বাড়লে এমন মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।”
কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, “সমাজের দানশীলদের সহযোগিতায় সংগ্রহ করা শীতবস্ত্র স্বচ্ছতার সঙ্গে বিতরণ করা হয়েছে। প্রতিটি অনুদান যেন সঠিকভাবে শিশুদের কল্যাণে পৌঁছায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
সংগঠনের সাধারণ সম্পাদক আলিম রাজ বলেন, “শীতবস্ত্র বিতরণ ছোট একটি উদ্যোগ হলেও এটি অনেক সুবিধাবঞ্চিত শিশুর জন্য বড় স্বস্তি বয়ে আনে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে আমরা আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারব।”
সংগঠনের সভাপতি আল মামুন সুমন বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। শিশুদের মুখে হাসি দেখতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতে আরও বেশি শিশুদের কাছে পৌঁছাতে আমরা কাজ চালিয়ে যাব।”
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা কবির হোসাইন, সহ সভাপতি মন্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক শামিমুজ্জামান, সদস্য শাওন মন্ডল ও রিফাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মানবিক কাজে সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। পরে অসহায় শিশুদের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতে আরও বিস্তৃত কর্মযজ্ঞের পরিকল্পনার কথা জানানো হয়।