জুলফিকার : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাস্টার নাজমুল হুদা রেজার সভাপতিত্বে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক আতাউর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও রেইউর বাজার কমিটির সভাপতি ইন্তাজ আলী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এ এইচ এম কামরুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কামরুল ইসলাম, মাস্টার শাহিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তহিদুর রহমান, সাইন হোসেন,সর্দার রফি, বাবু হোসেন, আলতাব হোসেন, রমজান আলী, সোহাগ হোসেন ও আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, আব্দুল আলিম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাজাহান আলী।