তালা

নগরঘাটায় দু’ব্যক্তিকে কুপিয়ে জখম, থানায় মামলা

By Daily Satkhira

July 02, 2017

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার নগরঘাটা গ্রামে জমিজমা বিরোধের জের ধরে মোস্তাফা গাজী ও ইকবাল গাজীকে কুপিয়ে জখম করেছে রজব আলী গংরা। এঘটনায় পাঁচজন কে আসামি করে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। তবে পুলিশ এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯/০৬/১৭ তাং থানার নগরঘাটা গ্রামের মৃত রহিম গাজীর পুত্র মোস্তফা গাজী (৩৫) ও ইকবাল গাজী (২৫) নগরঘাটা পশ্চিম বিলে তার পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তিতে কলা গাছের চারা রোপন করতে থাকলে পার্শ্ববর্তী রজব আলী সরদার এর সাথে দীর্ঘদিন বিরোধের জেরে অতর্কিত ভাবে একই গ্রামের মৃত আয়নুদ্দিন সরদারের পুত্র রজব আলী সরদার (৫৩), সাহাদ আলী সরদার (৪৩), জিয়াদ আলী সরদার (৪৫), সাহাদ আলীর পুত্র কবির সরদার (২৫) ও মেহেদী সরদার (২২) জমিতে কাজ করা অবস্থায় বাঁশের লাঠি, লোহার রড, ফাঁসালি দোকাল ও দা নিয়ে হামলা হামলা চালিয়ে মৃত রহিম গাজীর পুত্র মোস্তফা গাজীকে কুপিয়ে রক্তাক্ত জখম ও ইকবাল গাজীর বাম হাত লোহার রড দিয়ে পিটিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় দু’জন কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আহতের চাচা আব্দুল কাদের গাজী বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১০। তাং-৩০/০৬/১৭।