ফিচার

গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল

By daily satkhira

December 15, 2025

প্রেস বিজ্ঞপ্তি: স্যাটেলাইট টেলিভিশন গ্রীন টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদকর্মী মীর খায়রুল আলম। চলতি মাসের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটির হেড অব নিউজ মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেয়া হয়।

জানা যায়, মীর খায়রুল আলম বাংলাতে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। এছাড়া তিনি দেবহাটা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক সংবাদ, ডেইলি মর্নিং গ্লোরি, রেডিও নলতাসহ একাধিক স্থানীয়, জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মীর খায়রুল আলম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যখন থেকেই এ পেশায় জড়িত হয়েছি।

তখন থেকেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা করে আসছি। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে পেশাটিতে যুক্ত থেকে গনমানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। এতে অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি। প্রিন্ট, অনলাইন, মাল্টিমিডিয়ার কাজ করার পাশাপাশি নতুন করে ইলেকট্রনিক মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন গ্রীন টিভিতে কাজের সুযোগ পেয়ে আনন্দিত।

চেষ্টা করবো সকলের সহায়তা নিয়ে অতীতের মতো নিজের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের খবর নাগরিকের পর্দায় ফুটিয়ে তুলতে। আমার জন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।