আশাশুনি

বুধহাটায় প্রতিপক্ষের রোষানলে পড়ে ঘের মালিক অতিষ্ঠ

By Daily Satkhira

July 02, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চিলেডাঙ্গা গ্রামে মৃতঃ দলিল উদ্দিনের পুত্র ছাদেক আলী প্রতিপক্ষের রোষানলে পড়ে অতিষ্ট হয়ে উঠেছেন। জেলা পরিষদ শুনানি শেষে আদেশ দিলেও প্রতিপক্ষ না মানায় ছাদেক আলী অসহায় হয়ে পড়েছেন। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য দেলওয়ার হোসাইন স্বাক্ষরিত ও চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম প্রতিস্বাক্ষরিত আদেশনামায় জানা গেছে, পাইথালী মৌজায় এসএ ১৯২ খতিয়ানে প্রজা জাহাবক্স ও ছবি বিবির জমির মধ্যে থেকে ছাদেক আলি জাহাবক্সের নিকট থেকে ২৮/৯/৬৮ তাং ৪৭৪৯ নং কোবালা দলিলমূলে সোয়া ৫৮ শতক এবং ছাদেকের পিতা ৪৫ শতক জমি ক্রয় করেন। এছাড়া ছাদেক আনজিরা বেগম দিং’র নিকট থেকে এসএ ১২৩৪ ও ১২৮৪ দাগে ৭৫ শতক জমি ক্রয় করেন। জমি একলপ্তা করে তিনি ঘের বেড়ি দিয়ে মৎস্য চাষ করে আসছেন। যার বিএস খতিয়ান ৬২২, ১৬৩, ৭৪৯ ও ২৮১। প্রতিপক্ষ একই গ্রামের মৃত গহর আলীর পুত্র কবির হোসেন অঙ্গীকার নামার শর্ত ভঙ্গ করে বাদি ছাদেকের মৎস্য ঘেরের বাঁধ ভেঙে ৯০ হাজার টাকার ক্ষতি সাধন করেন। জেলা পরিষদের আদেশে ঘের ভেঙে ক্ষতির কথা সত্য উল্লেখ করে ১ম পক্ষের দাবি সঠিক প্রমাণিত মতামত প্রদান করা হয়েছে। দ্বিতীয় পক্ষ এই আদেশ মানতে নারাজ হওয়ায় বাদিকে আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। অসহায় বাদি প্রতিপক্ষের ষড়যন্ত্র ও রোষানলে পড়ে অসহায় হয়ে পড়েছেন।