ফিচার

সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯০ দশক ছাত্রদলের দোয়া

By daily satkhira

December 20, 2025

নিজস্ব প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় পৌর অডিটোরিয়ামে ‘৯০ দশকের ছাত্রদল’-এর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন , জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, , হাবিবুর রহমান হবি,কাজী সবুর, শের আলী,হাসান শরাফী, শহিদুল ইসলাম, আহসান হাবীব, মামুন রাজু, শফিকুল আলম বাবু,ওলিউল ইসলাম,অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ সহ ‘৯০ দশকের ছাত্রদল’ নেতাকর্মীবৃন্দ।

দোয়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ‘৯০ দশকের ছাত্রদল প্লাটফর্ম’ এর সমন্বয়ক আহসান হাবীব টুটুল।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার সুস্থতা ও দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তারা।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ‘৯০ দশকের ছাত্রদল’-এর সাবেক নেতারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি আজিজুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।