ফিচার

ঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

By daily satkhira

December 21, 2025

ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহের কোটচাঁদপুরে জয়দিয়া বাওড় প্রকৃত মৎস্যজীবীদের প্রাধান্য অগ্রাহ্য করে আওয়ামীলীগ সরকার ও তাদের প্রশাসনের মাধ্যমে অবৈধ ভাবে দেওয়া বন্দোবস্ত বাতিল ও মৎস্য আহরন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জয়দিয়া মৎস্যজীবী সমবায় সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জয়দিয়া বাওড়ের মৎস্যজীবী সমিতির সদস্য রনজিত হালদার, শ্রী নির্মল হালদার, নিতাই হালদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে অংশ নেওয়া প্রকাশ হালদার বলেন, প্রকৃত মৎস্যজীবীদের বাদ দিয়ে ২০২৩ সালে অবৈধভাবে তৎতকালীন প্রশাসন বাওড় ইজারা দিয়েছে। নিয়ম রয়েছে স্থানীয় মৎস্যজীবীদের দেওয়ার। কিন্তু সেই নিয়ম না মেনে মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার একটি সমিতির নামে বাওড়টি ইজারা দিয়েছে। সেই থেকে আমরা কর্মহীন। বাওড়ে আমাদের নামতে দেয়না। এই মাছধরা ছাড়া অন্য কর্মও আমরা করতে পারি না। তাই কর্ম হারিয়ে মানবেতর দিন কাটছে আমাদের।

মৎস্যজীবী শাহাবউদ্দিন বলেন, চলতি মাসের ৪ তারিখে আমাদের আপিলের প্রেক্ষিতে হাইকোর্ট খুলনা বিভাগীয় কমিশনারকে পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসকের প্রতিবেদনের মাধ্যমে বাওড়ের সমস্যা সমাধান করে প্রকৃত মৎস্যজীবীদের বুঝে দিতে বলে। কিন্তু এখনও আমরা এ বিষয়ে কোন অগ্রগতি দেখিনি। আমরা চাই জেলা প্রশাসন থেকে দ্রæত প্রতিবেদন দিয়ে আমাদের সমস্যার সমাধান করে বাওড়টি ফিরিয়ে দেওয়া হোক।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসউদ বলেন, বাওড়ের বিষয়টি আমার নলেজে আছে। আমরা এ বিষয়ে কাজ করছি, আইনগত যে সমাধান হয় সেটিই করা হবে।