নিজস্ব প্রতিনিধি : দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিভাগীয় এনসিপির নেতা আহত হওয়ার ঘটনারপর থেকে সাতক্ষীরার সীমান্তগুলোতে নিরাত্তা জোরদার করেছে বিজিবি। এছাড়া দায়িত্বপূর্ণ সীমান্ত সীল, ব্যপক চেকপোষ্ট ও টহল তৎপরতাও বাড়ানো হয়েছে।
সোমবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল কাজী আশিকুর রহমান টহল কার্যক্রম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংঘটিত ঘৃন্য অপরাধে জড়িত অপরাধী যাতে কোনভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সে লক্ষ্যেই সাতক্ষীরা সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহল/চেকপোস্টের পাশাপাশি অতিরিক্ত টহল এবং তল্লাশী চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে।
টহল বাড়ানোর ফলে সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কৃষিকাজের উদ্দেশ্যেও কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
এদিকে, সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসাইন নিজের ফেসবুক পোস্টে সীমান্ত সিল করার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীরা কোন ভাবেই যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে তদারকি বাড়াতে হবে। ##