আশাশুনি

আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা

By daily satkhira

December 23, 2025

আশাশুনি প্রতিনিধি: “সবাই মিলে সচেতন হই, জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিহত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার-এর সহযোগিতায় এবং উত্তরণ বাস্তবায়িত কেয়ার প্রকল্পের আয়োজনে এ প্রচারনা উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের কারা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জেন্ট ডাঃ মোঃ আঃ সালাম, তিনি বলেন জলবায়ু পরিবর্তন আজ শুধু পরিবেশের সংকট নয়, এটি আজ বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি। এখানে তাপমাত্রা বৃদ্ধি, লবণাক্ততা, বন্যা এবং ঘূর্ণিঝড়ের কারণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এসব দুর্যোগ ইতিমধ্যেই শ্বাসকষ্টজনিত রোগ, ডায়রিয়ার প্রাদুর্ভাব, অপুষ্টি এবং মানসিক স্বাস্থ্য সমস্যাকে আরও তীব্র করে তুলছে। আজকের তরুণ আগামীর ভবিষ্যৎ। তরুণদের নেতৃত্বে জলবায়ুজনিত স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

তবেই আমরা গড়ে তুলতে পারব একটি সুস্থ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ। অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর সিনিয়ার প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আশাশুনি স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এগেইনস্ট হাঙ্গারের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় যুব নেতৃত্বাধীন প্রচারনার মূল নিবন্ধ পাঠ করেন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার খালেদা হোসেন মুন। এ সময় উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রী এবং পাঁচটি ইউনিয়নের যুব ক্লাবের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের ও যুব ক্লাবের সদস্যদের মধ্যে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রকল্পের পক্ষ হতে হাইজিন বক্স প্রদান করা হয়।