শ্যামনগর

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দ

By daily satkhira

December 24, 2025

ডেস্ক রিপোর্ট:  সাতক্ষীরার শ্যামনগরে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার মধ্যরাতে উপজেলার চুনকুড়ি খালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ করেন।

বুধবার বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন ভারতীয় মদ জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনকুরি খালে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।