ফিচার

জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

By daily satkhira

December 26, 2025

২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৯ ঘটিকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে নবারুণ স্কুল মোড়ে অবস্থিত আই.এ.বি কার্যালয়ে জেলা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ। ‎উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, সংগঠনিক সম্পাদক মুফতি আবু জাফর, মাওলানা ফজর আলী, দপ্তর সম্পাদক মাওলানা ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রভাষক মোহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। ‎সম্মেলনের একপর্যায়ে প্রধান অতিথি ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সেশনের জন্য নতুন জেলা কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে— ‎সভাপতি: মুহাম্মাদ আব্দুল মুকিত ‎সহ-সভাপতি: মুহাম্মাদ আশিক রহমান ‎সাধারণ সম্পাদক: এস. এম. আল-আমীন ‎নবনির্বাচিত কমিটির মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা আগামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

——প্রেস বিজ্ঞপ্তি।