ফিচার

নূরনগর ইউনিয়নবাসীর জন্য সমাজসেবক লিটনের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

By daily satkhira

January 01, 2026

পলাশ দেবনাথ নূরনগর : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছেন সমাজসেবক মোঃ হাবিবুর রহমান লিটন। গতকাল পহেলা জানুয়ারি ২০২৬ নূরনগর নবীণ সংঘ ক্লাব চত্বরে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে উক্ত ফ্রি অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। অন্যদিকে তার এই মানবিক উদ্যোগে ইউনিয়নবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা গেছে।

দীর্ঘদিন ধরে নূরনগর ইউনিয়নে জরুরি রোগী পরিবহনের জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাব ছিল। বিশেষ করে রাতে কিংবা হঠাৎ অসুস্থতার সময় রোগীকে উপজেলা বা জেলা সদর হাসপাতালে নেওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষকে। সেই সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবাটি চালু করেন লিটন।

জানা গেছে, এই অ্যাম্বুলেন্স সেবা নূরনগর ইউনিয়নের গরিব, অসহায় এবং সব শ্রেণীর মানুষের জন্য, সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হবে। ২৪ ঘণ্টা এই সেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তা।

এ বিষয়ে সমাজসেবক মোঃ হাবিবুর রহমান লিটন বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। নূরনগর ইউনিয়নের কেউ যেন শুধু পরিবহনের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এই অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নেওয়া।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ নূরনগর ইউনিয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। তারা বলেন, জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পাওয়া অনেক বড় সহায়তা, যা বহু মানুষের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে।

এলাকাবাসী সমাজসেবক লিটনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও তিনি এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন,এটাই তাদের প্রত্যাশা।