ফিচার

পাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ মাদরাসা ছাত্র

By daily satkhira

January 07, 2026

ডেস্ক রিপোর্ট : খুলনা জেলার পাইকগাছা উপজেলা থেকে খুলনা মহানগরীর ফেরিঘাট মোড় এলাকায় অবস্থিত হযরত বেলাল (রাঃ) মাদরাসায় যাওয়ার পথে এক কিশোর মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজ ছাত্রের নাম আবির হোসেন (১৪)। সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন ফটিকখালী গ্রামের অহিদুল সরদারের ছেলে। আবির হোসেন গত শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে পাইকগাছা থেকে খুলনার উদ্দেশ্যে একটি যানবাহনে ওঠে। তবে নির্ধারিত সময়ে সে মাদরাসায় পৌঁছায়নি।

নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পায়জামা, সঙ্গে ছিল একটি লাল রঙের চাদর। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার (৫ জানুয়ারী ২০২৫) রাত্র ৯ টা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো খোঁজ মেলেনি। এতে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

নিখোঁজ আবির হোসেনের সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: 📞 বাবা: ০১৭০৬৫৪৫৬৮০ 📞 কাকা: ০১৬১১১৩৯৪৩৮