ফিচার

এসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিত

By daily satkhira

January 09, 2026

নিজস্ব প্রতিনিধি: এসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট সেন্টারের পদ্মা হল মিলনায়তনে দিনব্যাপী এ মেঘা মিটআপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসসি ২০০০ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিনত হয়। প্রাক্তন শিক্ষার্থী গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, বিএনপি নেতা নাসিম ফারুক খান মিঠু, হাসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান ও সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আহসান হাবীব।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছরের পথচলা স্মরণে আয়োজিত এ সিলভার জুবিলি মিটআপে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা, পুরোনো স্মৃতিচারন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মেঘা কমিউনিটির প্রবীণ ও বর্তমান সদস্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সিলভার জুবিলি উদযাপন সমাপ্ত ঘোষনা করা হয়।##