ফিচার

৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন

By daily satkhira

January 10, 2026

প্রেস বিজ্ঞপ্তি : ৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় সাতক্ষীরা মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে ‘৯০ দশক ছাত্রদলের নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক করনীয় বিষয়ে আলোচনা হয়।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আহসান হাবিব টুটুল এর সার্বিক ব্যবস্থাপনায় এবং মাসুদ মোস্তফা সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এছাড়া আলোচনায় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কাজী আব্দুস সবুর, শের আলী, শামীম কোরাইশী লাল্টু, শেখ নজিবুল হক, শেখ শরিফুজ্জামান তুহিন, রুহুল কুদ্দুস, আহসান হাবিব, আঃ জলিল, শহিদুল ইসলাম, হাসান শরাফী, শাহীন খান প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ‘৯০ দশক ছাত্রদল প্লাটফর্ম এর সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি গঠিত হয়। সিরাজুল ইসলাম বাবু-আবহায়ক, কাজী আব্দুস সবুর, শামীম কোরাইশী লাল্টু ও মাসুদ মোস্তফা সোহেল- যুগ্ম আহবায়ক, আহসান হাবিব টুটুল-সদস্য সচিব, এবং হাবিবুর রহমান হবি, শের আলী, হাসান শরাফী, শেখ নজিবুল হক, শহিদুল ইসলাম, শরিফুজ্জামান তুহিন, আহসান হাবিব, জহুরুল হক আয়ু সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখিত কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ দলীয় সকল কার্যক্রমে দলের গৃহীত সিদ্ধান্তে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।