ফিচার

সাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

By daily satkhira

January 10, 2026

প্রেস বিজ্ঞপ্তি : ​সাতক্ষীরায় শিশুদের যৌন শোষণ প্রতিরোধ এবং সরকারি আইনি সহায়তা বা ‘লিগ্যাল এইড’ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর ‘স্টেপিং আপ দ্য ফাইট অ্যাগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়েটেশন অব চিলড্রেন’ (SUFASEC) প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

​শনিবার (১০ জানুয়ারি) সাতক্ষীরার মোজাফফর গার্ডেন মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

এসময় মঞ্চে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণব কুমার হুই, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ গৌতম মল্লিক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী ও বিজ্ঞ জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ নয়ন বিশ্বাস, বিজ্ঞ চিফ লিগ‌্যাল এইড অ‌ফিসার মোঃ মোস্তা‌ফিজুর রহমান, আসক প্যানেল অ্যাড. মোঃ মোস্তফা আসাদুজ্জামান দিলু, উত্তরণ সংস্থার লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মুহা মুনিরুদ্দীন, প্রথম আলো সাতক্ষীরা জেলা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলা সাতক্ষীরা প্রতিনিধি এম. কামরুজ্জামান, সুশীলন সংস্থার সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, আসক এর শিশুদল সদস্য করিমন নেছা শান্তা ও জিএম তানজীম রিয়াদ।

​সভায় বক্তারা বলেন, শিশুদের ওপর যেকোনো ধরনের যৌন নিপিড়ন ও শোষণ প্রতিরোধে আইনি ব্যবস্থার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে ভুক্তভোগীরা আইনি সহায়তা নিতে পারেন না। সরকারি লিগ্যাল এইড অফিসের মাধ্যমে কীভাবে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে তৃণমূল পর্যায়ে প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়, সরকারি বেসরকারি সংস্থার সাথে মিল বন্ধন তৈরি করা। সামাজিক সহায়তার ক্ষেত্রে শিশু ও নির্যাতিত শিশুদের উপর পর্যবেক্ষণ জোরদার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া। শিশুদের সুরক্ষায় একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় ‘সুফাসেক’ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি শিশুদের আইনি অধিকার সুরক্ষায় আসক-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের বিজ্ঞ সিভিল জজ, পুলিশ প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তার, গণমাধ্যমকর্মী, আইন ও সালিশ কেন্দ্র (আসক)এর প্রকল্প কর্মকর্তা ও সরকারি বেসরকারি সংস্থার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​সার্বিক প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন আসক এর কর্মকর্তা শিল্পী শর্মা।