॥ প্রেস বিজ্ঞপ্তি ॥ সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের এক জরুরী সভা রোববার বিকালে অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এম কামরুজ্জামান। সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশি।
সভায় এলপি গ্যাসের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় জ¦ালানী মন্ত্রনালয়, বিইআরসি এবং কোম্পানির সমন্বয়ে গ্যাস আমদানির মূল সংকট দূর করে অবিলম্বে ডিস্ট্রিবিউটরদের মাঝে চাহিদা মোতাবেক এলপি গ্যাস সরবরাহ নিশ্চিত করার জোর দাবী জানানো হয়েছে। এছাড়া এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লি: ঘোষিত ডিস্ট্রিবিউটর ও রিটেইলারদের কমিশন সমন্বয়ের মাধ্যমে পুন: মূল্য নির্ধারনসহ গ্যাস ব্যবসায়ীদের যৌক্তিক অন্যান্য দাবীসমুহ মেনে নিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
এছাড়া গ্যাস সংকটের মূলকারন উৎঘটন না করে ভোক্তাঅধিকার ও স্থানীয় প্রশাসন কর্তৃক ডিস্ট্রিবিউটর ও খুচরা গ্যাস ব্যবসায়িদের প্রতিষ্টানে গিয়ে অযৌক্তিক হয়রানি ও ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা নিয়ে গভীর উদ্বেক প্রকাশ করা হয়। যৌক্তিককারন ছাড়াই কোন এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ও খুচরা ব্যবসায়ীকে কোন ধরনের হয়রানি না করার জন্য স্থানীয় প্রশাসনেরপ্রতি আহবান জানানো হয়। এছাড়া সভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় সর্বস¤œতিক্রমে সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের কমিটিতে জাকির হোসেন লস্কর শেলী এবং আসমা-উল হুসনা ইরাকে সহ-সভাপতি পদে অন্তভূক্ত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাকির হোসেন লস্কর শেলী, আসমা-উল হুসনা ইরা, মো: সবুর আলম, আহসান উদ্দিন বাবু, নিলুফা আক্তার রিতা, তানভির সর্দার, রনিসহ কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।