ফিচার

সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

By daily satkhira

January 14, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত পলাশপোল এলাকার আমিনুর রহমানের পুত্র, কামালনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রাকিব হোসেন এবং নিউ মার্কেট এলাকার মকবুল হোসেনের পুত্র মুরাদ হোসেন।

সদর সেনাক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করা হয়। এসময় ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ০৬ টি দেশীয় অস্ত্র, ১৫ টি লাঠি, মোটরসাইকেল ও তার দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী, জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। সেনা ক্যাম্প আরো জানায়, গ্রেফতারকৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালান এর অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার আসামীদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।###